সোনিলিভের সঙ্গে ভি’র পার্টনারশিপ

অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভি এবার সোনিলিভ-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করল। এর উদ্দেশ্য, ভি’র গ্রাহকদের একইসঙ্গে প্রিমিয়াম কনটেন্ট সার্ভিস ও অ্যাড-অন ডেটা বেনিফিট প্রদান করা। সোনিলিভের সঙ্গে হাত মিলিয়ে ভি লঞ্চ করেছে সোনিলিভ প্রিমিয়ামের জন্য এক নতুন প্রিপেড প্যাক, যার সঙ্গে থাকছে এক্সট্রা ডেটা বেনিফিট।

উল্লেখ্য, সব বয়সের দর্শকদের জন্যই সোনিলিভের রয়েছে আকর্ষণীয় কনটেন্ট অফারিংস। ভি’র নতুন উদ্যোগের ফলে তাদের গ্রাহকরা সোনিলিভ প্রিমিয়াম দেখার সুবিধা পাবেন, অথচ ‘ডেটা কোটা’ নিয়ে কোনও চিন্তা করতে হবে না।

প্রিপেড গ্রাহকদের জন্য ভি চালু করেছে নতুন ৮২ টাকার অ্যাড-অন রিচার্জ। সোনি প্রিমিয়ামের এই ‘মোবাইল ওনলি সাবস্ক্রিপশন’ ২৮ দিনের জন্য। এর সঙ্গে থাকবে ১৪ দিনের বৈধতা-সহ অতিরিক্ত ৪জিবি ডেটা। এছাড়াও, ভি গ্রাহকদের দিচ্ছে তাদের বিশাল কনটেন্ট লাইব্রেরি ব্যবহারের সুবিধা, যা ভি অ্যাপের ‘ভি মুভিজ অ্যান্ড টিভি’ (ভিএমটিভি) বিভাগে পাওয়া যাবে। ভিএমটিভি অ্যাপে রয়েছে ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, লাইভ নিউজ চ্যানেল ও অন্যান্য ওটিটি অ্যাপের প্রিমিয়াম কনটেন্ট।