ভি’র পার্টনারশিপ এ৫জি নেটওয়ার্কস-এর সঙ্গে

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড জানিয়েছে, তারা এ৫জি নেটওয়ার্কস-এর সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে। এর উদ্দেশ্য, ভারতে ইন্ডাস্ট্রি ৪.০ ও স্মার্ট মোবাইল এজ কম্পিউটিং গড়ে তোলা। ভি ও এ৫জি নেটওয়ার্কস একত্রে বর্তমান ৪জি স্পেক্ট্রাম ব্যবহার করে মুম্বইয়ে একটি পাইলট প্রাইভেট নেটওয়ার্ক স্থাপন করেছে। এ৫জি নেটওয়ার্কসের সঙ্গে ভি’র সম্পর্কযুক্ত হওয়ার পেছনে রয়েছে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের বাস্তবায়নের সদিচ্ছা, যা রূপায়িত হবে এ৫জি নেটওয়ার্কসের ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের ৪জি, ৫জি ও ওয়াই-ফাই অটোনমাস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে।

এ৫জি নেটওয়ার্কস সফটওয়্যার সম্পূর্ণ ‘ক্লাউড-নেটিভ কন্টেনারাইজড সফটওয়্যার’ যা তৈরি হয়েছে হাইব্রিড ও মাল্টি-ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের জন্য। উভয়ের সম্পর্কের সূত্রে ভি ইতিমধ্যে এ৫জি নেটওয়ার্কসের অটোনমাস কোর সফটওয়্যার ও হোয়াইট বক্স আরএএন এলিমেন্টস ব্যবহার করে মুম্বইয়ে একটি এন্ড-টু-এন্ড প্রাইভেট নেটওয়ার্ক স্থাপন করেছে। এর মাধ্যমে তারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইউজ কেস, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ও লো ল্যাটেন্সি সিনারিও তুলে ধরতে পেরেছে – যা অপারেটর নেটওয়ার্কের সঙ্গে অবাধ পারস্পরিক যোগসূত্রে আবদ্ধ।

উল্লেখ্য, ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনের জন্য ভি বিভিন্ন টেকনোলজি লিডার ও ইনোভেটরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে, যার ফলে বেশকিছু লো ল্যাটেন্সি অ্যাপ্লিকেশন, প্রাইভেট নেটওয়ার্ক, স্মার্ট সিটি ও কানেক্টেড কার প্রকল্প রূপায়ণ সম্ভব হয়েছে।