মাত্র ৯৯ টাকায় ভি’র এন্ট্রি লেভেল রিচার্জ

অগ্রণী টেলিকম অপারেটর ভি সারাদেশের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক অফার – ৯৯ টাকার রিচার্জে ২৮ দিনের বৈধতা-সহ ফুল টকটাইম ও ২০০ এমবি ডেটা।

ভারতে ভি হল একমাত্র হাই-স্পিড ডেটা নেটওয়ার্ক, যারা গ্রাহকদের মাত্র ৯৯ টাকার এন্ট্রি লেভেল রিচার্জে একইসঙ্গে ভয়েস ও ডেটা সার্ভিস প্রদান করছে।

এছাড়া, ভি খুলেছে নতুন ফর্মাটের ‘ভি শপস’, যার মাধ্যমে গ্রামীণ এলাকার প্রিপেড গ্রাহকরা পরিষেবার সুবিধা পাবেন। ভারতের যুবসমাজের জন্য ভি’র অফারে রয়েছে ‘জবস অ্যান্ড স্কিলিং’, ‘গভর্নমেন্ট এগজাম প্রিপারেশন’, ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস’ ইত্যাদি।