দীর্ঘ ১৪ মাস পরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে ফিরে শেষ ২টি ম্যাচ খেললেও ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার আরও একবার ব্যক্তিগত কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫শে জানুয়ারি থেকে ৫ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবেন ভারতীয় দল।
যেখানে স্বাভাবিকভাবেই ভারতীয় স্কোয়াডে জায়গা পান বিরাট। তবে শেষ মুহূর্তে প্রথম ২টি টেস্ট ম্যাচ খেলবেন না বলে জানিয়ে দেন তিনি। বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, কোহলি নিজের ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়ান।
তবে ঠিক কী কারণে তিনি প্রথম ২টি ম্যাচ খেলবেন না তা স্পষ্ট ভাবে না জানানো হলেও মিডিয়া ও অনুরাগীদের কোহলির ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এবং তাঁরা এও জানান যে, ক্যাপ্টেন রোহিত ও কোচের সাথে কথা বলেই বিরাট প্রথম ২টি টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন। আর তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানায় টিম ম্যানেজমেন্টও। অন্যদিকে খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রথম ২টি টেস্টের জন্য কোহলির পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দেওয়া হবে।