৫ ই নভেম্বর জন্মদিন ভারত তথা বিশ্বের অন্যতম ক্রিকেট আইকন বিরাট কোহলির। যদিও যে ব্যাক্তির জন্মদিন তিনি থাকেন সুদুর মুম্বাইতে যার দূরত্ব আকাস পথে প্রায় ২৪০০ কিলোমিটার, তাতে কি এসে যায় ভক্ত শুভঙ্কর পালের। কুচবিহার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ীর পাল পাড়ার শুভঙ্কর পাল, ছোটো থেকেই অঙ্কনে প্রতি আকৃষ্ট, বড় হতেই বাড়তি ইচ্ছে জাগে নতুন কিছু সৃষ্টি করার।
সেই থেকেই শুরু, গত বছর সাত ফুটের বিরাট কোহলির ছবি আঁকার পর এবারে একেবারে ৭০০ স্কোয়ার ফুট। সাদা কাগজের ওপর রং তুলির টানে এই মুহুর্তে তুফান গঞ্জের অন্দরান ফুলবাড়ীর পালপাড়ায় খোলা মাঠে দাড়িয়ে হাসছেন অবিকল বিরাট কোহলি। এই প্রসঙ্গে বিরাট কোহলির ফ্যান এবং শিল্পী শুভঙ্কর জানান, পনেরো দিন রাত এক করে এই শিল্প কর্ম তৈরি করেছি।
মঙ্গলবার আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির ৩৬ তম জন্মদিনে মিডিয়া এবং সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয় খেলোয়াড় কে শুভেচ্ছা জানাতে চাই। ছেলে বিরাট কোহলির বড় ফ্যান,ছোটো থেকেই ছবি আঁকার ঝোঁক শুভঙ্করের, আবার বিরাট কোহলির খেলা দেখে। এবারে এই ছবি আঁকতে গত পনেরো দিন রাত এক করেছে,আমিও খুশি ওর এই কাজে।