লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ফের আবাস যোজনায় দুর্নীতি! ঘর দেওয়ার নাম করে প্রায় ৪০০ মানুষের কাছ থেকে টাকা নেন পঞ্চায়েত প্রধান। মেয়াদ ফুরালেও তাদের কেউই ঘর পাননি।
এর পর টাকা ফেরতের দাবিতে পথ অবরোধে সামিল হলেন কয়েকশ’ মানুষ। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালদহের ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মজিবুর রহমান আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের কাছ থেকে নিয়েছিলেন বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ২০–২৫ হাজার টাকা নিয়েছেন প্রধান ও প্রধানের ছেলে। প্রায় আড়াই বছর আগে টাকা নিলেও এখনো বাড়ি পাননি কেউ। ওদিকে পঞ্চায়েতের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। টাকা ফেরতের দাবিতে প্রথমে প্রধানের বাড়ি ঘেরাও করেন তাঁরা। তার পরেও প্রধান টাকা ফেরত দিতে না চাওয়ায় পথ অবরোধ করেন তাঁরা।