মাদক ব্যবসা বন্ধের দাবি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা। ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে গ্রামের যুবকরা। পরিবারে বাড়ছে অশান্তি। তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা রতুয়া ২ নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায়।

বৃহস্পতিবার পরানপুর অঞ্চলের মির্জাতপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগের নেশা। গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য। পুলিশকে বারংবার জানানো সত্বেও কোন সূরা হয়নি।

এমন অবস্থায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে। খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুখুরিয়া থানার পুলিশ। প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজট রাজ্য সড়কে।