কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রেমাল আসার সতর্কবার্তা। রেমাল আর কিছু সময়ের মধ্যেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে চলেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে কলকাতাসহ বেশ কিছু জেলার ওপর। ল্যান্ডফল হতে পারে সুন্দরবন। দেখুন রেমাল নিয়ে কি আপডেট দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় ক্রমশ্র উত্তর-পূর্ব দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভবত রবিবার ল্যান্ডফল হতে পারে। বাংলাদেশের খেপুপাড়া থেকে সাগরদ্বীপের মাঝামাঝি যেকোন জায়গায় রেমালের ল্যান্ডফল হতে পারে। ল্যান্ডফলের সময় গতিবেগ ১০০ কিলোমিটার বা তার কাছাকাছি হতে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রেমালের প্রভাব বেশি পড়বে। কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরেও প্রবল ঝড়বৃষ্টির কথা জানিয়েছি আলিপুর আবহাওয়া দফতর। রবি এবং সোম দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক হারে বৃষ্টিপাত হবে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।