স্বতঃস্ফূর্ত ভাবে ভোট পর্বে সামিল হলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হতে দেখা গেল শুক্রবার। এদিন ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই ভোট দান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল। ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালী বাড়ি এলাকার ১৬/১১৫ নং বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ।

এদিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও কাগজ ছিল তারাও লাইনে দাঁড়িয়ে এই ভোট উৎসবে সামিল হন।

একেবারে স্বতঃস্ফূর্ত ভাবেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে।এদিন এই ভোট গ্রহণ কেন্দ্রে গ্রহন কেন্দ্রে ঘূর্ণিঝড়ে আহতরা ভোট দিলেন ফুলতলী প্রাইমারি বি এফপি স্কুলে ১১৫ নম্বর বুথে, আহত দের কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে যায় পরিবারের সদস্যরা।