গ্রামে ডিজিটাল বিপ্লব আনতে ভি শপ

গ্রামীণ এলাকায় পৌঁছানোর উদ্দেশ্যে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি, গ্রামীণ পশ্চিমবঙ্গে নতুন ফর্ম্যাটের ২০০টিরও বেশি ভি শপ চালু করেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দীঘা, ফারাক্কা, জিয়াগঞ্জ, কালিম্পং, নবদ্বীপ, নন্দীগ্রাম প্রভৃতি এলাকায় তার রিটেল ফুটপ্রিন্ট চালু করেছে ভি। 

উল্লেখ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গত তিন মাসে এই ভি শপ গুলি চালু করেছে টেলিকম অপারেটর ভি। যার উদ্দেশ্য হল, স্থানীয় গ্রাহকদের ডিজিটালাইজ করার পাশাপাশি হ্যান্ডহোল্ডিং-এ সক্ষম করা।  ভি শপগুলি গ্রাহকদের ভি প্রিপেইড পণ্য এবং পরিষেবাগুলির একটি বাঞ্চ অফার করে।

ভি-এর সিওও অভিজিৎ কিশোর বলেন, বৃহৎ গ্রামীণ জনসংখ্যাকে ডিজিটাল বিপ্লবের অংশীদার করতেই  আমাদের এই প্রচেষ্টা।