৫জি-ভিত্তিক স্মার্ট সিটি সলিউশনসের একটি পাইলট প্রোজেক্ট চালানোর জন্য ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল) ও লার্সেন অ্যান্ড ট্যুবরো (এল-অ্যান্ড-টি) চুক্তিবদ্ধ হলো। এটি বর্তমানে চালু থাকা সরকার-বন্টিত ৫জি স্পেকট্রামের ৫জি ট্রায়ালের একটি অংশ। এল-অ্যান্ড-টি’র স্মার্ট সিটি প্লাটফর্মে দুই কোম্পানি একত্রে ৫জি ব্যবহারের নানাদিক নিয়ে সমীক্ষা করবে ও ট্রায়ালে প্রাপ্ত তথ্যাবলী পরীক্ষা ও বিশ্লেষণ করবে। পাইলট প্রোজেক্টটি চালানো হবে পুণেতে। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় ‘ভি’ ৩.৭ জিবিপিএস-এর থেকে বেশি ‘পিক স্পীড’ পেতে সমর্থ হয়েছে।