দিন প্রতিদিন নতুনভাবে সেজে উঠছে মহানগরী। এরই মাঝে আবার নতুন সংযোজন হতে চলেছে নিউটাউনের ফিনটেক হাবে, তৈরি হবে বিলাসবহুল উলম্ব শহর। সমস্ত রকম ঐশ্বর্য মজুদ থাকবে এখানে। আর সেই শহর তৈরির ক্ষেত্রে পরিবেশগত নিয়ম যাতে বজায় রাখা হয় সেটার দিকে বিশেষ নজর দিচ্ছেন কর্মকর্তারা।
তার জন্যেই পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করল ওয়েস্ট বেঙ্গল হিডকো। এই মেঘ শহরের মোট বিল্ট আপ এরিয়া হবে ৩১২৫২ বর্গমিটার। একদিকে থাকবে কমার্শিয়াল ফার্ম, অন্যদিকে বসবাসের উপযোগী জায়গাও থাকবে এখানে। জানা যাচ্ছে, মোট ২৭ টি তলা নিয়ে তৈরি হবে এই কৃত্রিম শহর। যারমধ্যে ফিনটেক কোম্পানিগুলির বাণিজ্যিক কাজকর্মের জন্য বরাদ্দ থাকবে বেশকিছু ফ্লোর।
তিন তলায় থাকবে ফুড কোর্ট। এরপর চতুর্থ থেকে নবম তলা পর্যন্ত তৈরি হবে অফিস পাড়া। মূলত স্টার্ট আপ ও ফিনটেক কোম্পানির জন্য এই জায়গা বরাদ্দ করা হচ্ছে। এরপর দশম তলায় পেয়ে যাবেন সার্ভিস ফ্লোর। এরপর থেকে ২৮ তলা পর্যন্ত আবাসিকদের।