মুদি দোকানদারের বাড়ি থেকে উদ্ধার হল বিষাক্ত কোবরা

মঙ্গলবার রাতে আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ঠ এলাকায়। জানা গেছে সংকর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ি রয়েছে। আর সেই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে। জানা গেছে শংকরবাবু প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগেই বিভিন্ন দিকে বাড়ির গেটে তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন।

এদিন রাতের খাবারের শেষে শংকর বাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা। খবর যাই সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে এবং খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে। নিতাই হালদার তিনি বলেন পরিবারের লোকেরা আমাকে খবর দেন তড়িঘড়ি করে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি,পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে বলেন জানান তিনি।

এদিকে এ নিয়ে তৃতীয়বারের মতো সেই বাড়ি থেকে গোখরো সাপ উদ্ধার হয়েছে বলে আরও জানা গেছে। রীতিমতো পুরোপুরিভাবে আতঙ্কিত রয়েছেন সেই পরিবারবর্গ। কেননা তারাও বুঝে উঠতে পারছেন না কিভাবে এল।