গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলো বীরভুম

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় সম্প্রতি মেয়ে সুকন্যাকে নিয়ে ফের বীরভূম ফিরেছেন অনুব্রত মণ্ডল।

এর কয়েকদিনের মাথায় সামনে এল কাজল-কেষ্ট গোষ্ঠী সংঘর্ষের খবর। বীরভূমের রাজনীতির দুই হেভিওয়েট হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। এবার এই দু’জনের গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হয়ে উঠল নানুর। দু’পক্ষেরই বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন, ভর্তি করা হয়েছে হাসপাতালে।

কেষ্ট-কাজল গোষ্ঠী সংঘর্ষের ফলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায়, পুলিশ বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে। অনুব্রত ফিরতে না ফিরতেই গোষ্ঠীদ্বন্দ্বের এই খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল পড়ে গিয়েছে।