সংস্কৃতি মন্ত্রকের সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতা ‘বন্দেভারতম’

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসাবে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতা ‘বন্দেভারতম- নৃত্য উৎসব -এর আয়োজন করতে চলেছে সংস্কৃতি মন্ত্রক। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল  দেশ থেকে সেরা নৃত্য প্রতিভা নির্বাচন করা এবং ২০২২-এর প্রজাতন্ত্র দিবস প্যারেডের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নির্বাচিত শিল্পীদের নৃত্য পরিবেশনের করার সুযোগ দেওয়া। সম্প্রতি নয়া দিল্লীতে এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষীলেখি এই ঘোষণা করেন।  

 সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষীলেখি বলেন, বন্দেভারতম এই নৃত্য প্রতিযোগিতাটি প্রথমে জেলা, তারপরে রাজ্য, জোনাল এবং অবশেষে জাতীয় স্তরে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা ক্লাসিক্যাল, ফোক, ট্রাইবাল এবং ফিউশন/সমসাময়িক এই চারটি  বিভাগে পারফর্ম করতে পারবেন। অল ইন্ডিয়া নৃত্য প্রতিযোগিতা থেকে ৪৮০জন সেরা নৃত্যশিল্পীকে নির্বাচিত করা হবে। যারা ২০২২ সালে দিল্লীর রাজপথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবস প্যারেডের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলতি বছরের ১৭ নভেম্বর থেকে জেলা স্তরের জন্য ডিজিটাল এন্ট্রি  খুলে গেছে।মন্ত্রী মীনাক্ষীলেখি বলেন, সংস্কৃতি মন্ত্রক বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে যা ইভেন্টের সমস্ত দিক কভার করবে।