চালু হওয়া থেকে একের পর বিপদের সম্মুখীন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে ঘটে গেল দুর্ঘটনা। ওই ট্রেনেই সফরকারী এক ব্যক্তি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখান তিনি দাবি করেছেন কিছুক্ষণ আগেই ট্রেনে ঘটে গেছে দুর্ঘটনা।
ভিডিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, ‘আমরা আছি পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে আমরা রয়েছি। আমরা হাওড়াতে ফিরছি। আমরা রয়েছি সি১৪ কম্পার্টমেন্টে। পৌনে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটেছে। ভদ্রক ঢোকার ২০ কিমি আগে প্রচন্ড ঝড় বৃষ্টি এবং বাজ পড়ে উপরে তারে কিছু তার ফ্লাসিং হয়ে ট্রেন বন্ধ হয়ে পড়েছে। লোকো পাইলটের এর কাঁচ ভেঙে গেছে, শীল পরে সি১২ কোচের কাঁচ ও ভেঙে গেছে।’
একই দিনে কয়েক ঘন্টা আগে দুর্ঘটনার মুখে পুরীগামী হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। হাওড়া ছেড়ে পুরী রওনা হওয়ার পরই মেদিনীপুরের কাছে বিপত্তি। ঘটনাচক্রে এদিন সকালে ওই একই রাস্তা দিয়ে রওনা হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস।