করোনা সংক্রমণ রোধে এক বড় ভূমিকা টিকাকরণের। তাই টিকাকরণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র সরকার। করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে টিকাকরণ। গত জানুয়ারি মাস থেকে দেশজুড়ে চলছে করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি। দেশের সমস্ত মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে সরকার। ইতিমধ্যে বেশ কয়েক কোটি মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছেন এবং বাকিদের ভ্যাকসিন দেওয়ার কাজ পুরোদমে চলছে। কিন্তু, এবার এক মারাত্মক ঘটনা সামনে এল। এরমধ্যেই প্রকাশ্যে এল, দেশে করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর প্রথম মৃত্যুর খবর সামনে এসছে। যা চিন্তা বাড়াচ্ছে সরকারের। তবে মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর মোট ৩১ জনের শরীরে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি গত মার্চ মাসে ভ্যাকসিন নিয়েছিলেন তার পরেই তিনি অ্যানাফিলাক্সিসে আক্রান্ত হন। এটি হল মারাত্মক পরিমাণে এলার্জির রূপ। উল্লেখ্য এই একই রোগে আক্রান্ত হয়েছিলেন এক মহিলা এবং এক ব্যক্তি। দুজনে আপাতত চিকিৎসার পরে সুস্থ। টিকাকরণ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই সমালোচিত হয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এবার এই ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যুর খবর যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করবে দেশবাসীর মনে তা বলাই বাহুল্য।