কোভিড মুক্ত হওয়ার ৩ মাস পর টিকা, অন্তঃসত্ত্বা-স্তন্যদায়ীরা কী করবেন? জানাল কেন্দ্র

কোভিড এর জন্য এত দিন পর্যন্ত টিকা নেওয়ার সময়সীমার কোনও ব্যবধান ছিল না। চিকিৎসকরা ২ বা ৪ সপ্তাহের ব্য়বধানের পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু কোভিডে মুক্ত হওয়ার পর টিকা নেওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে ৩ মাস। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হলেও দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে ওই একই সময়। প্লাজমা থেরাপির রোগীদেরও টিকা নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে ৩ মাস। বুধবার তাই করোনা কেন্দ্রীয় সরকার টিকানীতিতে একগুচ্ছ নিয়ম জারি করলো। জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রশাসনিক বিশেষজ্ঞ কমিটি এই নিয়মগুলির সুপারিশ করেছিল।

টিকাকরণ নীতির নিয়মগুলো হল :ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা সংক্রামিত হলে আগে সুস্থ হতে হবে। তারপর ৩ মাস পর টিকা নিতে পারবে।প্লাজমা থেরাপিতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৩ মাস পর ভ্যাকসিন নেওয়া যাবে এবং গুরুতর অসুস্থ হলে হাসপাতাল বা আইসিইউ-তে থাকলে ৪ থেকে ৮ সপ্তাহ পরে ভ্যাকসিন নিতে পারবেন। । স্তন্যদায়ী মহিলারাও টিকা নিতে পারবেন।ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পরে রক্তদান করা যাবে। করোনা আক্রান্ত ব্যক্তি আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার ১৪ দিন পরে রক্তদান করতে পারবেন।গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার ব্যাপারটি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।করোনা আক্রান্ত ব্যক্তি আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার ১৪ দিন পর এবং ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পরে রক্তদান করতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নিয়মগুলো মেনে চলার নির্দেশিকা পাঠিয়েছে এবং তার পাশাপাশি যারা ভ্যাকসিন দিচ্ছেন তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেছেন।