ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ

প্রয়াগরাজের পর এবার গোরক্ষপুর। ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। একই পরিবারের  তিন সদস্যকে গলা কেটে খুন করা হল। পুলিস সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে তাঁরা আততায়ীর হাতে নিহত হন। তাঁরা সেই সময় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে খবর। গোরক্ষপুরের খোরাবার রায়গঞ্জ এলাকার ঘটনা। মৃতেরা হলেন গামা নিষাদ (৪২), স্ত্রী সঞ্জু (৩৮), মেয়ে প্রীতি (২০)।

পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রীতি এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিশোধ নিতে ওই যুবক তাঁর উপর হামলা চালায়। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবা-মা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অলোক পাসওয়ান নামে একজনকে গ্রেফতার করে পুলিস। রাস্তায় দেহ দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে, পরে গ্রামের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিসে খবর দেয়। তিনজনের মৃত্যুর খবর পাওয়ার পর, এসএসপি ডাঃ বিপিন টাডা, এসপি সিটি কৃষ্ণকুমার বিষ্ণোই, সিও ক্যান্ট শ্যামদেব বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন।

সূত্রের খবর, বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। গামা নিষাদের ছেলে ছেলে অক্ষয় হামলাকারীদের হাত থেকে কোনওক্রমে পালিয়ে যান। পরিবারের আর এক ছেলে অচেলাল অন্য জায়গায় থাকায় প্রাণে বেঁচে যান।

খোরাবার রায়গঞ্জের বাসিন্দা গামা নিষাদ বিদেশে থাকতেন। দুই মাস আগে বাড়ি এসেছিলেন। গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাংলা মোড়ে বাড়ি বানিয়েছেন তিনি। স্ত্রী-সন্তান নিয়ে সেখানে থাকতেন।