রমজান মাসের পূর্ণিমা রাতে তাজমহল দর্শন নিষেধ কেন?

পর্যটকদের পূর্ণিমা রাতে তাজ মহলকে দেখার জন্য নতুন করে ভিউ পয়েন্ট তৈরি করেছে উত্তরপ্রদেশের সরকার। কথিত আছে পূর্ণিমা রাতে তাজমহলের শোভা বহুগুণে বেড়ে যায়। কিন্তু পবিত্র রমজানের কারণে এবছর এপ্রিল মাসে পূর্ণিমার রাতে তাজমহলকে আর দর্শন করা যাবে না। এমনই সিধান্ত নিয়েছে তাজমহল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, এসময় মুসলিম ভাইয়েরা তাজমহলের ভেতরের মসজিদে নামাজ পড়তে যান, যা রমজান মাসে গভীর রাত পর্যন্ত চলে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিক মাথায় রেখেই এই সিধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত পূর্ণিমার রাতে তাজমহলকে দেখার জন্য একদিন আগেই ‘আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র (এএসআই) অফিসেই টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু রমজানের কারণে এই মাসে রাতের তাজ দর্শনের অনুমতি বাতিল করা হয়েছে। তবে রমজানে পূর্ণিমার রাতে তাজের ভেতর প্রবেশ করতে না পারলেও যমুনা নদীর ওপারে মেহতাববাগ তাজ ভিউ পয়েন্ট থেকে দর্শকরা তাজের শোভা দেখতে পারবেন। এবিষয়ে আগ্রা ট্যুরিস্ট ওয়েলফেয়ার চেম্বারের সচিব বিশাল শর্মা জানান, ‘তাজমহলের রাতের দৃশ্য এককথায় অসাধারণ। কারণ চাঁদের আলো তাজের পাথরে ঠিকরে পড়ার পর অবর্ণনীয় সৌন্দর্যের সৃষ্টি হয়।

কিন্তু যেহেতু রমজান মাস চলছে, তাই রাতে শুধু নামাজ আদায়ের জন্য তাজমহলের দরজা খোলা থাকবে। ফলে রাতের দিকে তাজমহলের শোভা দেখার অনুমতি দর্শকদের দেওয়া হবে না।’ এদিকে, সুপারিনটেন্ডেন্ট আরকে প্যাটেল জানিয়েছেন, ‘এটিই নতুন বা প্রথম নয়। রমজান মাস উপলক্ষে পূর্ণিমার রাতে তাজমহল দর্শন দর্শকদের জন্য বরাবরই বন্ধ থাকে। আগামী মে মাস থেকে ফের পূর্ণিমার রাতে দর্শকরা তাজের শোভা দর্শন করতে পারবেন।