চুলের একগুচ্ছ সমস্যার সমাধান করতে ব্যবহার করুন এক চিমটে হলুদ

হালুদ এমন একটি উপাদান, যাকে ছাড়া খাবারই অসম্পূর্ণ। আবার রূপচর্চাতেও হলুদের দরকার সবচেয়ে বেশি। ব্রণ থেকে ট্যান, ত্বকের হাজারো সমস্যা দূর করতে সাহায্য করে হলুদ। কিন্তু কখনও হলুদ দিয়ে চুলের যত্ন নিয়েছেন কি? চুল পড়া, খুশকি, চুলের বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে হলুদ।

হলুদের থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান  যা  স্ক্যাল্পের প্রদাহ কমায়। এতেই কমে চুল পড়া, স্ক্যাল্পে চুলকানি ও খুশকির সমস্যা। অন্যদিকে, হলুদ স্ক্যাল্পে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান হিসেবেও কাজ করে। এটি ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করে এবং খুশকিকে প্রতিরোধ করে। স্ক্যাল্পের স্বাস্থ্য গঠনের মাধ্যমে হলুদ সুন্দর ও মজবুত চুল গঠন করে। কিন্তু কীভাবে হলুদকে ব্যবহার করবেন চুলের যত্নে?

আপনি প্রতিদিন যে শ্যাম্পু ব্যবহার করেন, তাতেই ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। হলুদ মেশানো শ্যাম্পু স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করবে। এতে চুলের বৃদ্ধিও হবে দ্রুত।এছাড়া ১/৪ কাপ নারকেল তেলের সঙ্গে ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই তেল স্ক্যাল্প ও চুলে মালিশ করুন। এটি চুলকে নরম করে তুলতে সাহায্য করবে।আপনি চাইলে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তার জন্য লাগবে ১/২ কাপ টক দইয়ের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল ও ২ চামচ হলুদ গুঁড়ো । তারপর সেগুলো ভাল করে মিসিয়ে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক কমাবে চুল পড়া ও খুশকির সমস্যা।