ওঠা পড়া লেগেই আছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল বাংলার। গতকাল ফের বেড়েছিল সংক্রমণ, আজ আরও বাড়ল। ৩০০-র ওপর চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা।
অন্যদিকে মৃত্যুও আজ বেড়েছে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক একই আছে। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ৩.০৯ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৫ হাজার ৫৩৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৪৯ জনের।
একদিনে সুস্থ হয়েছেন ৪০৭ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮০ হাজার ৭০৬। আজ মোট পরীক্ষা করা হয়েছে.১০ হাজার ১২৪ নমুনা। আপাতত এই পরিসংখ্যান থাকলেও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ করোনা ছাড়াও অন্যান্য রোগের উৎপাত বাড়তে দেখা যাচ্ছে। তার মধ্যে অবশ্যই আছে ডেঙ্গু।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৫ হাজার ৫৩৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৪৯ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৪০৭ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮০ হাজার ৭০৬। আজ মোট পরীক্ষা করা হয়েছে.১০ হাজার ১২৪ নমুনা।
আপাতত এই পরিসংখ্যান থাকলেও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ করোনা ছাড়াও অন্যান্য রোগের উৎপাত বাড়তে দেখা যাচ্ছে। তার মধ্যে অবশ্যই আছে ডেঙ্গু।