দক্ষিণ কালমাটিতে আক্রান্ত BJP কর্মীর ভাঙচুর হওয়া কাঁচা বাড়িকে নতুন করে পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত বেশ কয়েকমাস আগে মাথাভাঙ্গা তে একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন যদি তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের কাঁচা বাড়ি তবে পাকা বাড়ি বানিয়ে দেব, আর একতলা ভাঙলে দোতলা বাড়ি বানিয়ে দেবো। সেই কথাই রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কালমাটিতে এসে আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণকান্ত বর্মনের ভাঙচুর হওয়া কাঁচা বাড়িতে এসে তাদের সাথে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এরপর সেই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর কাঁচা বাড়ির বদলে নতুন করে পাকা বাড়ির কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।