প্রোগ্রাম ডকুমেন্টের অধীন UNICEF-YuWaah ও MSDE পার্টনারশিপ

ভবিষ্যতে ভারতীয় যুব সম্প্রদায়ের  কর্মসংস্থান যাতে সহজ হয় অর্থাৎ ভারতীয় যুবকদের কাজের জন্য যাতে কোন বড় ধরণের চ্যালেঞ্জর সম্মুখীন হতে না হয় সেই কথা মাথায় রেখেই UNICEF-YuWaah-এর সাথে প্রোগ্রাম ডকুমেন্ট ২০২৩-২০২৭-এর অধীন পার্টনারশিপ করল  ভারত  সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক / MSDE।

এই পার্টনারশিপের মাধ্যমে উভয় সংস্থাই তাদের দক্ষতা, স্কিলিং, গাইডেন্স ও সাপোর্টের মাধ্যমে যুব সম্প্রদায়কে ২১ শতকের কর্ম জগতের জন্য উপযোগী করে তুলবে। যাতে ভবিষ্যতে তাদের কাজ পেতে অসুবিধা না হয়।  UNICEF-YuWaah-র পার্টনারশিপের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন MSDE-র সেক্রেটারি অতুল কুমার তিওয়ারি।

MSDE এবং UNICEF উভয়ই ২১ শতকের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের শিক্ষানবিশ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিসেফ-এর একটি মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম হল YuWaah। যা বিশ্বব্যাপী জেনারেশন আনলিমিটেড নামে পরিচিত এবং যার লক্ষ্য হল উৎপাদনশীল কাজে দেশের যুব সম্প্রদায়কে বিশেষ ভাবে প্রশিক্ষিত করা। ২০১৯ সাল থেকে ভারতীয় যুব সম্প্রদায়কে আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে MSDE-র সাথে কাজ করে চলছে YuWaah ।