ইউনি- গেজ প্রবেশিকা পরীক্ষা ১৯ জুন

১৯০টিরও বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৫০টি খ্যাতিমান প্রাইভেট এবং ডিমড বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সিওএমইডিকে- ইউজিইটি এবং ইউএনআই-জিএইউজিই সম্মিলিত পরীক্ষা হিসাবে ১৯ জুন, ২০২২ রবিবার অনুষ্ঠিত হবে৷ এই পরীক্ষাটি দেশব্যাপী ১৫০ টিরও বেশি শহরে ৪০০ টিরও বেশি পরীক্ষা কেন্দ্রে অনলাইনে পরিচালিত হবে।

এই বছর ৮০,০০০ এরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। উল্লেখ্য এটি হল কর্ণাটক প্রফেশনাল কলেজ ফাউন্ডেশন ট্রাস্ট এবং ইউনি-গেজ সদস্য বিশ্ববিদ্যালয়গুলির অনুমোদিত কলেজগুলির জন্য একটি প্রযুক্তি প্রোগ্রাম। আবেদনকারীরা www.comedk.org বা www.unigauge.com-এ রেজিস্ট্রেশন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ মার্চ। চলবে ২ মে পর্যন্ত। সিওএমইডিকে-র এগজিকিউটিভ সেক্রেটারি ড. কুমার বলেন, গত ১৫ বছর ধরে সিওএমইডিকে-জাতীয়স্তরে  সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করছে। এই বছরও আমরা পরীক্ষা পরিচালনা এবং ভর্তির সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব।