তৃণমূলের দলীয় পতাকা ও ব্যনার খোলা শুরু হলো জলপাইগুড়িতে

ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। এখনও রাস্তা ঘাটে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারের ফেস্টুন ব্যানার পড়ে রয়েছে। যদিও রবিবার দুপুর নাগাদ জলপাইগুড়িতে দেখা গেল তৃণমূল নেতৃত্বরা দলীয় ফেস্টুন ব্যানার খোলা শুরু করেছে।  তৃণমূল নেতা দিলীপ বিশ্বাস জানান জলপাইগুড়ির দৃশ্য দূষণ রুখতে আমরা ব্যানার ফেস্টুন খোলা শুরু করেছি। জলপাইগুড়ি বাসিন্দা উত্তম সাহা জানান ভোট শেষ তাই প্রত্যেক টি দলের উচিৎ দ্রুত নির্বাচনী ব্যানার ফেস্টুন দলীয় পতাকা খুলে ফেলা।’