শিলিগুড়িতে আন্দোলনে নামলো এসএসসিতে চাকরিহারারা

শিলিগুড়িতে আন্দোলনে নামলো এসএসসিতে চাকরিহারারা। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে তারা জমায়েত হয়ে আন্দোলনে নামে।শিলিগুড়িতে প্রায় শতাধিক প্রার্থীরা আদালতের রায়ে নিজেদের চাকরি হারিয়েছে। আর সেই চাকরিহারারা এদিন আন্দোলনে নামে।তাদের দাবি আদালত অযোগ্যদের বাছাই করে ছাটাই করুক, কিন্তু এই রায়ের ফলে সিংহভাগ যোগ্য চাকরিপ্রার্থীদের অস্তিত্বের সংকোট দেখা দিয়েছে।আদালতের কাছে তাদের কাতর আবেদন আদালত যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে এই রায় থেকে তাদের মুক্তি দেয়।