চাপের মধ্যে রাজ্যের শাসক দল, আদালতের তরফের জামিন খারিজ তেরো জনের

একের পর এক তদন্তে চাপ বাড়ছে রাজ্যের ওপর৷ একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসেছে বড়ো তথ্য, অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাই কোর্টে বড় সড় ধাক্কা খেল এ রাজ্যের শাসক দল৷ সিবিআই-এর আবেদনে সায় দিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তদের জামিন খারিজ করল আদালত।

ভোট পরবর্তী হিংসা মামলায় মোট ১৩ জন অভিযুক্তের জামিন সংক্রান্ত শুনানি ছিল৷ তাঁরা সকলেই তৃণমূলকর্মী বলে পরিচিত। এই ১৩ জনেরই জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি বিভাস রঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ৷

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই শাসক দলের কর্মীদের বিরুদ্ধে একাধিক হিংসার অভিযোগ উঠেছে৷ হাইকোর্ট থেকে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ অভিযোগ, শাসক দলের কর্মীদের অত্যাচারে ঘরছাড়া বিরোধী দলের বহু মানুষ। এখনও অনেকে ঘরে ফিরতে পারেননি।

আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩ অভিযুক্তের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানায়, ঘরছাড়াদের অনেকেই এখনও ঘরে ফিরতে পারেননি। তাই এই মুহূর্তে যে অভিযুক্তরা জামিন না পায়৷

সম্প্রতি নিম্ন আদালত ১৩ জনের জামিন মঞ্জুর করেছিল। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধেই খুন, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো অভিযোগ রয়েছে। সিবিআই-এর দাবি, অভিযুক্তদের জামিন দেওয়া হলে মামলার তদন্তে ক্ষতি হতে পারে৷