আরও চাপের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধানসভা থেকেও সরিয়ে দেওয়া হল পার্থকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আরো চাপ বাড়ল তার ওপর৷ এই নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির ছ’দিন পর তাঁকে রাজ্য সরকার পদ থেকে অপসারিত করেছিল।

পরবর্তী সময়ে তাঁকে তৃণমূল কংগ্রেস দলের পদ থেকেও সরানো হয়। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার সমস্ত স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হল।

বিধানসভায় আজ পরিষদীয় বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। ফলে কমিটির কোনও বৈঠকে তিনি থাকতে পারবেন না। তাই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে বিমান জানিয়েছিলেন, বিধানসভার সুনির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। পরিষদীয়মন্ত্রী ছাড়াও ওই বিভাগের একজন প্রতিমন্ত্রীও আছেন। তাই কোনও ব্যক্তি বিশেষের জন্য বিধানসভার কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই।

তবে বিধানসভার মর্যাদাহানি হল কিনা সেই ব্যাপারে তাঁর মত ছিল, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার সংক্রান্ত ঘটনা প্রবাহ সন্দেহজনক। এই সংক্রান্ত ঘটনায় বিধানসভার মর্যাদাহানি হয়েছে বলেও তিনি মনে করেন না।

এদিকে আজই জানা গিয়েছে, সশরীরে নয় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ৩১ আগস্ট জেল থেকে ভার্চুয়ালভাবেই আদালতে হাজিরা দিতে পারবেন তাঁরা। মূলত দুজনের নিরাপত্তার কথা মাথায় রেখেই জেল কর্তৃপক্ষ ভার্চুয়াল শুনানির আবেদন জানিয়েছিল। তা আদালত মঞ্জুর করেছে।