রাজ্য জুড়ে শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের ২৬৭৫ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা চলছে। তবে এবার বদলানো হয়েছে পরীক্ষার সময়সূচী। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৯টা ৪৫ মিনিটে। শেষ হয়েছে দুপুর ১ টা নাগাদ। তবে এই সময় সূচী বদল হওয়ার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন বেশ কিছু পড়ুয়া।
সময় না জেনে রীতিমতো দেরি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান এক পড়ুয়া।এমনকি দেরিতে পৌঁছালেও নিয়ে আসেন ভুল এডমিট কার্ড। পরবর্তীতে ময়নাগুড়ি ট্রাফিক গার্ড এবং অভিভাবকদের চেষ্টায় দ্রুত অ্যাডমিট কার্ড এনে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করানো হয়। তবে এই সমস্যাগুলি নিয়ে অভিভাবকদের দায়ী করেছেন অনেকেই।
মাধ্যমিকের মতো বড়ো পরীক্ষায় ছাত্র ছাত্রীদের সাথে সাথে অভিভাবকদেরও সচেতন হওয়া প্রয়োজন বলে দাবি করেন আরেক অভিভাবক। এই ধরনের কিছু ঘটনা ছাড়া ময়নাগুড়ি তে মূলত নির্বিঘ্নেই শুরু হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের সহায়তা কেন্দ্র বসানো হয়েছিল। জেলা পুলিশের নির্দেশে পরীক্ষার্থীদের গোলাপ ফুল এবং একটি করে কলম উপহার দেওয়া হয়।