আল্ট্রাক্যাব লঞ্চ করল ৪,৯৮১ লক্ষ টাকার রাইটস ইস্যু

আল্ট্রাক্যাব (ইন্ডিয়া) লিমিটেড তার রাইটস ইস্যু শুরু করেছে, যা কোম্পানির বিস্তারের কৌশলে বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। ইস্যুর বিবরণ – (১) সাবস্ক্রিপশন সময়কাল: ২৮ জানুয়ারি – ১১ ফেব্রুয়ারি, ২০২৫, (২) শেয়ার মূল্য: ১৪.৫ টাকা প্রতি শেয়ার, (৩) অধিকার অনুপাত: ৯:২৫, (৪) প্রস্তাবিত মোট শেয়ার: ৩.৪৩ কোটি ইক্যুইটি শেয়ার।

আর্থিক কর্মক্ষমতা – (১) ২০২৪ অর্থবর্ষে নেট লাভ: ৫৯৮ লক্ষ টাকা (পূর্ববর্তী বছরের তুলনায় সামান্য বৃদ্ধি), (২) ২০২৪ অর্থবর্ষে রাজস্ব: ১২,৪৩৯ লক্ষ টাকা। কোম্পানির প্রধান বৈশিষ্ট্য – (১) ২৯টি দেশে কার্যকর, (২) ৪০০+ ডিলার নেটওয়ার্ক, (৩) ৫৫+ সরকারি বিভাগকে পরিষেবা প্রদান, (৪) ১৫০+ কর্পোরেট গ্রুপকে সেবা, (৫) সম্মানিত ক্লায়েন্ট: ভেল (BHEL), এনটিপিসি (NTPC), রিলায়েন্স (Reliance), গোদরেজ (Godrej)।

রাইটস ইস্যুর উদ্দেশ্য – সংগৃহীত তহবিল যেসব কাজে ব্যবহার হবে: (১) ঋণ পরিশোধ, (২) কার্যকরী মূলধন বৃদ্ধি, (৩) সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে। প্রোমোটার নীতেশ বাঘাসিয়া ও পঙ্কজ শিঙ্গালা কোম্পানির বৃদ্ধির সম্ভাবনায় আস্থা দেখিয়ে তাদের সম্পূর্ণ রাইটস অংশ সাবস্ক্রাইব করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।