উজ্জ্বলা হাওয়ালা হয়ে হাওয়ায় ভেসে চলে গিয়েছে, মোদিকে তীব্র কটাক্ষ মমতার

তিনদিনের জঙ্গলমহল সফরের শেষ দিন বুধবার বাঁকুড়ার সতীঘাটের কর্মিসভা থেকে নরেন্দ্র মোদির উজ্জ্বলা প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, উজ্জ্বলা হাওয়ালা হয়ে হাওয়ায় ভেসে চলে গিয়েছে। ধোকলা হয়ে মানুষকে ধোকা দিয়েছে।

এদিকে, নোট বন্দি নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সেই সময় আমি বলেছিলাম ঠিকভাবে লাভ হবে না। এখন প্রমাণিত নোট বন্দির ফলে ৫০০ টাকার নোট ৭০% চালু হয়েছে”। আগামী আন্দোলনের কর্মসূচি থেকে এই বিষয় নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের ডাক দেন মমতা।

প্রসঙ্গত,মঙ্গলবার বাঁকুড়া প্রশাসনিক বৈঠকের পর বুধবার কর্মিসভা থেকেও এলাকার উন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাঁকুড়া-পুরুলিয়ায় ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, লক্ষ-লক্ষ ছেলে মেয়ে চাকরি পাবে।