করোনা আক্রান্ত উদ্ধব ঠাকরে

করোনা সংক্রমণের আতঙ্কের পর এবার নতুন আতঙ্ক। প্রশ্ন জাগছে বর্তমান সরকারের পরিস্থিতি নিয়ে। বিধান পরিষদ ভোটের ফল প্রকাশের পরই মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে সহ ২২ জন শিবসেনা বিধায়ক চিন্তা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। কার্যত ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন তারা। পরে জানা যায় গুজরাটের এক রিসর্টে ছিলেন সকলে। শেষ পাওয়া খবর অনুযায়ী তারা এখন আছেন অসমে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে অনুমান করা হচ্ছে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতন যে কোনও সময়ে ঘটে যাবে। এই আবহেই নয়া মোড়। কোভিড আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুজনেই।

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার জানা গেল কোভিড আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এদিন দুপুরেই তাঁর বৈঠকে বসার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁর ভাইরাস আক্রান্ত হওয়ার খবর এসেছে। স্বাভাবিকভাবেই সেই বৈঠক হবে না। তাই বর্তমানে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ আরও জটিল হল বলাই যায়। এমনিতেই অনুমান করে নেওয়া হচ্ছে যে, ভেঙে দেওয়া হতে পারে মহারাষ্ট্র বিধানসভা। এই ইস্যু নিয়ে কংগ্রেসের পর্যবেক্ষক কমল নাথ জানান, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে যে ধরনের রাজনীতি হয়েছে তা ভারতের সংবিধানের পরিপন্থী, বিপজ্জনক। অবশ্যই তাঁর নিশানায় রয়েছে বিজেপি।

এখন যা পরিস্থিতি তাতে অবিলীলায় ঘোড়া কেনা-বেচায় নামতে পারে বিজেপি। তেমন হলে মহারাষ্ট্রের সরকার বেশি সময় টিকতে পারবে না। যদিও শিবসেনা শিবির পুরোপুরি চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ইতিমধ্যে, একনাথ শিন্ডের সঙ্গে ঘণ্টা খানেক ফোনে কথা হয়েছে সঞ্জয় রাউতের। তিনি আশাবাদী দল বদল বা তেমন ধরণেই কোনও কাজ শিন্ডে করবেন না। এদিকে আবার একনাথ নিজে জানিয়েছেন, এনসিপি এবং কংগ্রেস মন্ত্রীদের সঙ্গে কাজ করা কঠিন। সেই সম্পর্কে তিনি দলকে জানিয়েছেন।