চাঞ্চল্যকর মন্তব্য উদয়ন গুহের,গরিব মানুষের থেকে বেশি সুযোগ-সুবিধা নিয়েছে দলের কর্মীরা,পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে দাঁড়ালে তার আগে পার্টির কাছে হিসেব বুঝিয়ে দিয়ে যেতে হবে। পঞ্চায়েত নির্বাচনে গোষ্ঠী কোন্দল ঠেকাতে দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিতে গিয়ে গরিব মানুষের থেকে দলের কর্মীরা যে বেশি সুযোগ-সুবিধা পেয়েছে তাও স্বীকার করে নিলেন মন্ত্রী উদয়ন গুহ।
দিনহাটার বামন হাট ২ নং গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, “প্রার্থী ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থী কারো পছন্দ না হলে নির্দল হয়ে দাঁড়ানোর চিন্তাভাবনা করলে তার জন্য রাস্তা খোলা রয়েছে তিনি বেরিয়ে যেতে পারেন। পাঁচ বছর ধরে সুযোগ সুবিধা দিয়েছেন। গরিব মানুষের থেকে বেশি সুযোগ সুবিধা নিয়েছেন। এবার টিকিট না পেয়ে যারা নির্দল হয়ে দাঁড়াবার কথা ভাবছেন তাদের দাঁড়ানোর অধিকার আছে। নির্দল হয়ে দাঁড়ানোর আগে ভাবতে হবে পাঁচ বছরে যে যা খেয়েছেন তার হিসেবটা আগে পার্টির কাছে বুঝিয়ে দিয়ে যেতে হবে।” উদয়ন গুহের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।