১১ নভেম্বরে মুক্তি পেতে চলেছে ‘উঁচাই’ ছবি

নব্বইয়ের দশকের এক্কেবারে শেষে মুক্তি পেয়েছিল ‘হাম সাথ সাথ হ্যায়’। সেই ছবির পোস্টারে এক পাঁ উঁচিয়ে ধরা দিয়েছিলেন সলমন-সইফ-মণীশ বহেল-তাবু-সোনালি-করিশ্মারা। সূরজ বরজাতিয়ার আসন্ন ছবি ‘উঁচাই’-এর নতুন পোস্টার সামনে এলো। আর সেই পোস্ট মনে করিয়ে দিচ্ছে পরিচালকের ২৩ বছর পুরেনো আগের ছবির কথা।ঠিক তেমনই পোজে দেখা মিলল ‘উঁচাই’ ছবির অভিনেতা ও অভিনেত্রিদের।

অমিতাভ বচ্চন, অনুপম খের, পরিণীতি চোপড়া, বোমান ইরানি, নীনা গুপ্তারা এক লাইনে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে এক পা উচু করে আছে। ঠিক  ২৩ বছর আগের আমরা দেখেছি ‘হাম সাথ সাথ হ্যায়’ মুভিতে। পোস্টারে উপরে খোলা নীল আকাশে ঘাসের উপর এক পা তুলে দাঁড়িয়ে রয়েছেন। সবার পরনেই রয়েছে শীতের পোশাক।

আগামি ১১ নভেম্বরে মুক্তি পেতে চলেছে ‘উঁচাই’ ছবি। বিশেষত বন্ধুত্বের বিষয় তুলে ধরা হয়েছে পরিচালক সূরজ বরজাতিয়ার এই ছবিতে। এই ছবির সঙ্গে প্রায় সাত বছর পর পরিচালকের আসনে ফির আসছেন সূরজ। শেষবার ‘প্রেম রতন ধন পায়ো’ পরিচালনা করেছিলেন। আজ প্রকাশ্যে আসবে ‘উঁচাই’-এর ট্রেলার। মাউন্ট এভারেস্টের বরফঢাকা নেপালের বহু ছবি উঠে এসেছে। যে সকল মানুষজন আজও বন্ধুত্ব এবং সম্পর্কে বিশ্বাস করেন তারা এই ছবিটি নিশ্চিয় পছন্দ করবে। ছবির পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এই বিশেষ দলের অংশ হতে পেরে আমি গর্বিত’।