সেরার খেতাব পেলো কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

একের পর এক সেরার খেতাব জুড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তালিকায়। এবার কিছু সমীক্ষায় কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম সারিতে। দেশের গণ্ডি পেরিয়ে এবার এশিয়া মহাদেশে নিজেদের জায়গা করে নিল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ার মধ্যে ৩৫৫ নম্বর স্থানে ও যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৭৩ নম্বর স্থানে। এই তালিকায় ভারতের মোট ৭৫ টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। অন্যদিকে, কলকাতার চিত্তরঞ্জন ক‌্যানসার হাসপাতাল দেশের সেরা ক্যান্সার হাসপাতালের স্বীকৃতি লাভ করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ‌্যমন্ত্রী মনসুখ মাণ্ডব‌্য টুইট করে নিজে এই কথা জানিয়েছেন। বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গত কয়েক বছরে জাতীয় স্তরে বেশ সফলতা অর্জন করেছে। দুবছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের সেরা প্রাদেশিক বিশ্ববিদ‌্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এই সম্মানে ভূষিত হয়েছে।