বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচারের চেষ্টা, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রুখে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়িতে গ্রেফতার দুই। শুক্রবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান জলপাইগুড়ির কোতোয়ালি থানার পাহাড়পুর মোড়ের জোরা পেট্রোল পাম্পের কাছে বালাপাড়ায় ডিডিইউ দল অভিযান চালায়।
একটি দশ চাকার কন্টেইনার গাড়ি আটক করে, যেটিতে দুজন ব্যক্তি ছিলেন: (১) মোঃ অসীম এবং (২) মোঃ সাদ্দাম (৩২), দুইজনের বাড়ি উত্তরপ্রদেশে। গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পিছনে একটি পরিবর্তিত চেম্বারে লুকানো ৫০ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করে, যা সবুজ বাঁশ দিয়ে ঢাকা ছিল।
জিজ্ঞাসাবাদের সময়, ধৃতরা জানিয়েছে যে গাড়িটি আসামের বাঙ্গাইগাঁও থেকে লোড করা হয়েছিল এবং উত্তরাখণ্ডে যাচ্ছিল।নির্দিষ্ট ধারায় কোতোয়ালি থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হচ্ছে।