অকালেই চলে গেলেন। সম্প্রতি তার আকস্মিক মৃত্যুতে, এখনও স্তম্ভিত অনেকেই। আচমকাই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মৃত্যু হয়েছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। ক্রমশই এই মৃত্যু নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর ওয়াসিকে।
দুজনের বিরুদ্ধে সোনালিকে মাদক খাইয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এদিকে এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সোনালি প্রায় হাঁটতে পারছেন না। তাঁর মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেকার ফুটেজ সেটি। এবার এই ঘটনায় আরও চাঞ্চল্য ছড়াল কারণ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, সোনালিকে যে ক্লাবে শেষ বার দেখা যায়, গোয়ার সেই ক্লাবের মালিক এবং মাদক পাচারকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মোট ৪ জন গ্রেফতার হল। এও জানা গিয়েছে, পুলিশি জেরায় সুধীর এবং সুখবিন্দর দুজনেই স্বীকার করেছে যে তারা সোনালির পানীয়ে মাদক মিশিয়েছিলেন।
জানতে পারা যাচ্ছে, ১.৫ গ্রাম ‘এমডিএমএ’ নামক এক ধরনের মাদক মেশানো হয়েছিল সোনালির পানীয়ে। সেটা পান করার পরই অসুস্থবোধ করতে থাকেন সোনালি। তারপর তাঁকে হোটেলে আনা হয়। সিসিটিভি ফুটেজ ঠিক তখনকারই যখন তাঁকে হোটেলে আনা হচ্ছে, অনুমান এমনই। পুলিশের ধারণা, হোটেলে এনেই তাঁকে ধর্ষণ করা হয়েছিল।
এও জানা গিয়েছে, ময়নাতদন্তের সময় সোনালির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান তদন্তকারী দল। ভোঁতা কোনও অস্ত্র দিয়ে তাঁকে বহুবার আঘাত করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, গোয়ার অঞ্জুনাতে ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় গিয়েছিলেন তিনি।