দুটি তাজা কর্তুজ এবং একটি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা শহরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ছিল।
কিন্তু তার আগেই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ নারায়ণ মন্ডল এবং সনৎ বর্মনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি ফুলবাড়ীর কামরাঙ্গাগুড়ি এবং পশ্চিম ধনতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর একটি স্কুটিতে করে এই দুইজন ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ হাত বদল করতেই এনজেপি সংলগ্ন কাশ্মীর কলোনি এলাকায় এসেছিল।
ধৃতরা জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে। তবে পুলিশের সন্দেহ এরা কোন অপরাধমূলক কাজকর্ম করতেই ওই এলাকায় এসেছিল। ধৃত দুজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অভিযুক্তরা এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে সংগ্রহ করেছিল তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানা।পাশাপাশি ধৃতদের বক্তব্য অনুযায়ী তারা এই আগ্নেয়াস্ত্র কাকে বিক্রির উদ্দেশ্যে এসেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।