বুধবার সকালে রানাঘাটে দুই ঘন্টা রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হন সাধারণ রেল যাত্রীরা। অপরিচ্ছন্ন মেমো ট্রেনের পরিবর্তে সাধারণ লোকাল ট্রেন চালানোর দাবিতে এই অবরোধ করেন তাঁরা। দিনের ব্যস্ততম সময়ে অবরোধের জেরে রানাঘাট-লালগোলা, রানাঘাট-শান্তিপুর, রানাঘাট-গেদে শাখায় ব্যাহত হয় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল।
অবরোধকারীদের দাবি, সকাল ৮ টা ৩৫ মিনিটে ডাউন রানাঘাট- শিয়ালদহ লোকাল ট্রেনকে অধিকাংশ দিন বাতিল করা হচ্ছে। পরিবর্তে লালগোলা থেকে আসা শিয়ালদহগামী মেমু ট্রেনকে ডাউন রানাঘাট লোকাল করে দেওয়া হচ্ছে। ফলে অপরিচ্ছন্ন মেমো ট্রেনে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রানাঘাটের সাধারণ নিত্যযাত্রীরা। যে কারণে একাধিকবার রেল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানালেও রেলের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
এদিন সকাল প্রায় আটটা থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভে সামিল হন নিত্যযাত্রীরা। অবশেষে প্রায় দু’ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন যাত্রীরা।