ভরা বাজারে হঠাৎই দুই ষাঁড়ের তাণ্ডব। যার জেরে ভেঙ্গে চুরমার হয়ে গেল পরপর ছয়টি অস্থায়ী সবজির দোকান। দুই ষাঁড়ের লড়াইয়ের মাঝে পড়ে তিন মহিলা সহ জখম হয়েছেন পাঁচজন। ষাঁড়ের তান্ডব থেকে বাঁচতে বাজারের মধ্যেই ক্রেতা- বিক্রেতারা ছোটাছুটি শুরু করে দেন। বৃহস্পতিবার সকালে রীতিমতো হুলস্থুল কান্ড বেঁধে যায় মালদা শহরের ১৩ নম্বর ওয়ার্ডের পুড়াটুলি সদরঘাট বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত পাঁচ জনের মধ্যে রিতা কুন্ডু (৫৫), প্রতিমা কুন্ডু (৪৫) সহ ৩ জন মহিলা এদের কারোর হাত ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, আবার কারোর পা ভেঙেছে। বাকি দুইজন কানু কুন্ডু এবং সুদেব মন্ডল গুরুতর জখম হয়েছেন । এরা প্রত্যেকেই সবজি বিক্রেতা। পাঁচজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
এদিকে এই ঘটনার পর এলাকার মানুষেরা জল ছিটিয়ে দুই ষাঁড়ের তাণ্ডবকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।