বিনোদন জগতে বড় চমক নিয়ে আসছে বলিউডের দুই বড় তারকা

দীর্ঘ বিরতির পর আবারো বিনোদনের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের প্রথমসারির দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। শুধু তাই নয় পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের দুই তারকাবৃন্দ। কথা হচ্ছে বলিউডের দুই মেগাস্টার দীপিকা পাডুকোন এবং হৃত্বিক রোশনের। অভিনেতা হৃত্বিক রোশন ঘোষণা করলেন দীপিকার সাথে জুটি বেঁধে আসছে তাঁর নতুন অ্যাকশন ছবি ‘ফাইটার’। আর এমন দুই তারকার একসঙ্গে আসা মানেই বড় পর্দায় বিগ সারপ্রাইজ। এরই পাশাপাশি রয়েছে আরো এক চমক। ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই নতুন ছবিকে স্রেফ অ্যাকশনধর্মী বললে কিছুই বলা হয় না। ‘ফাইটার’ বলিউডের সর্বপ্রথম এরিয়াল অ্যাকশন ছবি। ‘ওয়ার’ ছবির রেকর্ডও নাকি ভেঙে দেবে এই ছবি। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮।

নিজের কেরিয়ারে এই প্রথম ইন্ডিয়ান এয়ার ফোর্স এর এক অফিসারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। ‘ফাইটার’-এর বাজেট থেকে শুরু করে এর শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করা হচ্ছে, তার থেকেই স্পষ্টভাবে আঁচ করা যায় এই ছবিকে আন্তর্জাতিক মানের অ্যাকশন ছবি হিসেবে পেশ করাকেই ‘পাখির চোখ’ করেছে নির্মাতা সংস্থা। এই ছবিতে ব্যবহার করা হবে অত্যাধুনিক টেকনলজি, শ্যুটিং টেকনিক। তবে ওটিটি নয় সিনেমা হলের কথা ভেবেই বানানো হবে ছবিটি। ২০২২ সালের শেষভাগেই মুক্তি পাবে এই ছবি।