১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুজন

গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম বিষ্ণু বর্মন ও অনুপম বর্মন।

দুজনেই কোচবিহার জেলার বাসিন্দ। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পিকআপ ভ্যানের বিশেষ চেম্বার থেকে ১২৯ কেজি গাজা উদ্ধা রয়েছে। উদ্ধার হওয়া গাজা কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

তবেই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনা তদন্ত নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।