জেফ্রি আর্চারের ‘টার্ন আ ব্লাইন্ড আই’

প্রভা খৈতান ফাউন্ডেশন আয়োজিত ‘কিতাব’ অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরপূর্বাঞ্চলে প্রকাশিত হল লর্ড জেফ্রি আর্চারের নতুন বই ‘টার্ন আ ব্লাইন্ড আই’। সুলেখক জেফ্রি আর্চারের উইলিয়াম ওয়ারউইক সিরিজের তৃতীয় গ্রন্থ ‘টার্ন আ ব্লাইন্ড আই’।

প্রভা খৈতান ফাউন্ডেশনের ‘কিতাব’ উৎসাহী সাহিত্যরসিক ও সংবাদ মাধ্যমের সামনে লেখকদের নতুন সাহিত্যকর্ম তুলে ধরার একটি মঞ্চ হিসেবে কাজ করে। জেফ্রি আর্চারের ভক্তদের কাছে নতুন বই ‘টার্ন আ ব্লাইন্ড আই’ প্রকাশ নিঃসন্দেহে একটি সুখবর। প্রভা খৈতান ফাউন্ডেশনের কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং চিফ মনীষা জৈন জানান, ‘কিতাব’ উদ্যোগের মাধ্যমে প্রভা খৈতান ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে সাহিত্য বিষয়ক অধিবেশনের আয়োজন করে থাকে। লর্ড জেফ্রি আর্চারের ‘টার্ন আ ব্লাইন্ড আই’ হল উইলিয়াম ওয়ারউইক সিরিজের এক জমজমাট নতুন ক্রাইম থ্রিলার।