ভরা বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা

Estimated read time 0 min read

মালদা: ভরা বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা। বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশী পাচারকারী। ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উদ্ধার করা হয়েছে 16 টি মহিষ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার কেদারিপাড়া এলাকার ঘটনা।

কাঁটাতার হীন এলাকা দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা চলছিল সেই সময় বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বাধা দিলে তাদের উপর হামলা চালায় পাচারকারীরা। দুই বাংলাদেশি পাচারকারী আটক হয় বিএসএফের হাতে. এদের নাম মহম্মদ রুবেল (৩৩) ও মহম্মদ আমানুল্লাহ(৩৫). বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত দ্বারপাল ও জুগী দাঙ্গা গ্রামে।

You May Also Like

More From Author