ট্রুক-এর ট্রু ওয়্যারলেস ইয়ারবাড – ক্ল্যারিটি ফাইভ

ভারতের দ্রুতবর্ধনশীল টিডব্লিউএস ব্র্যান্ড ট্রুক তাদের সর্বশেষ উদ্ভাবন লঞ্চ করল – ট্রুক ক্ল্যারিটি ফাইভ (Truke Clarity Five)। এটি হল ভারতের প্রথম ‘কলিং-সেন্ট্রিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস’ (টিডব্লিউএস)। উন্নতমানের ৬-মাইক ইএনসি প্রযুক্তি সম্পন্ন ক্ল্যারিটি ফাইভ পরিষ্কার, সুনির্দিষ্ট ও স্পষ্ট কল নিশ্চিত করে, যার ফলে পারিপার্শ্বিক শব্দবিহীন ত্রুটিহীন কল গ্রহণ করা নিশ্চিত হতে পারে। সীমিত সময়ের জন্য মাত্র ১৪৯৯ টাকায় অ্যামাজন.ইন, ফ্লিপকার্ট ও ট্রুক.ইন থেকে ব্ল্যাক কলারে পাওয়া যাবে ক্ল্যারিটি ফাইভ।

ক্ল্যারিটি ফাইভ এসেছে এক অনন্য ডিজাইনে, যার অর্ধেক অংশ চকচকে ও অর্ধেক ম্যাট ফিনিশ। কম্প্যাক্ট লিফট-আপ ওপেন কেস ও ব্যাটারি ইন্ডিকেটর ব্যবহারকারীকে দেয় এক ‘প্রিমিয়াম ফীল’। ব্যবহারকারীদের অডিয়ো অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য ট্রুক ক্ল্যারিটি ফাইভে অত্যাধুনিক নানারকম বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। ক্ল্যারিটি ফাইভ ক্রিস্টাল ক্লিয়ার কলিং এক্সপিরিয়েন্স, ডুয়াল কানেক্টিভিটি ও এন্ডলেস প্লেটাইম প্রদান করে। এই ইয়ারবাডগুলি ১২ মাসের ওয়ারেন্টি-যুক্ত। গ্রাহকরা দেশব্যাপী ৩৫০টিরও বেশি সার্ভিস সেন্টারের নেটওয়ার্ক পাবেন, ফলে নির্বিঘ্ন ও প্রিমিয়াম আফটার-সেলস এক্সপিরিয়েন্স লাভ করা সম্ভব হবে।