বৃষ্টির কারণে আগামী এক মাস বন্ধ করা হলো ট্রয় ট্রেন পরিষেবা

কদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার নাম মানেই আগেই মনে পরে দার্জিলিং-এর কথা। আর দার্জিলিংয়ের পাশাপাশি এখানকার অন্যতম আকর্ষণ হল টয় ট্রেন। এই টয় ট্রেনে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ বা সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চান না পর্যটকরা।

কিন্তু বহু ক্ষেত্রেই টিকিট পাওয়া যায় না। তবে এবার যাত্রীসংখ্যা কম থাকার ফলে এই জয় রাইড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। বর্ষার মরশুমে দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা অনেক কম থাকার ফলে যেহেতু আয় কমে যায় তাই টয় ট্রেন এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল।

রেলের মতে, ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে টয় ট্রেন। এর পাশাপাশি দার্জিলিং থেকে ঘুমগামী জয় রাইড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৫২৫৯৪, ৫২৫৯৮ ও ৫২৫৪৪ স্টিম ইঞ্জিন-সহ ৫২৫৯৭ ডিজেল ইঞ্জিনের টয় ট্রেন বাতিল করা হবে।