প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূল শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। পরবর্তী তালিকা শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এদিন এই তালিকা ঘোষণাকালীন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল সহ সভাপতি আশীষ লাল সিংহ সহ অন্যান্যরা।

ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ২২ টি আসনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেগুলো হল- ৩ বামুটিয়া- নিহার রঞ্জন সরকার, ৭ রামনগর- পূজন বিশ্বাস, ১০ মজলিশপুর- নির্মল মজুমদার, ১৫ কমলসাগর- সুতপা ঘোষ, ১৬ বিশালগড়- হারাধন দেবনাথ, ২০ বক্সনগর- জয়দুল হোসেন, ২২ সোনামুড়া- নীল কমল সাহা, ২৩ ধনপুর-হাবিল মিয়া, ২৮ তেলিয়ামুড়া- রবি চৌধুরী, ৩৬ শান্তিরবাজার- নরেন্দ্র রিয়াং, ৩৮ জোলাইবাড়ি- কং জরি মগ, ৪২ অমরপুর- বিপ্লব সাহা, ৪৩ করবুক- মিল্টন চাকমা, ৪৫ কমলপুর- সুমন দে, ৪৬ সুরমা- অর্জুন নমঃশূদ্র, ৪৭ আমবাসা- চন্দন মগ, ৪৯ ছাওমনু- রুপায়ন চাকমা, ৫২ চণ্ডীপুর- বিদ্যুৎ বিকাশ সিনহা, ৫৩ কৈলাসহর- আব্দুল মতিন, ৫৪ কদমতলা কুর্তি- আব্দুল হাসেম, ৫৫ বাগবাসা- বিমল নাথ, ৫৯ পেচারথল- পূরনিতা চাকমা।