পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয় খুলতে ভেটাগুড়িতে যেতে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা নেতৃত্বদের। পুলিশের উপর ভরসা হারিয়ে নিজেরাই দলীয় কার্যালয় খোলার সিদ্ধান্ত নেয় তারা। তৃণমূলের পক্ষ থেকে দলীয় কার্যালয় খুলতে গেলে দলীয় কার্যালয়ে বোম মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভেটাগুড়িতে।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি এলাকা। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের কারণে কোন ঠাসা হয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীরা। ভেটাগুড়ির সবজি বাজার এবং রেলগেটের পাশে অবস্থিত তৃণমূলের দুটি কার্যালয় বন্ধ থাকে দীর্ঘদিন। আজ উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলা নেতৃত্বরা সেই তৃণমূলের দলীয় কার্যালয়ে খোলার উদ্যোগ গ্রহণ করে। সকাল সকাল পৌঁছে যায় ভেটাগুড়িতে। খোলা হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে দুটি। দলীয় কার্যালয় খোলার পর পাশেই পথসভা করে তৃণমূল।পথসভা চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয় এবং পথসভার পাশে পরপর দুটি বোম মারার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।