বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চর্চার শিরোনামে এখন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্র ধরে গত সপ্তাহে ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সায়নী।
এরই মধ্যে জানা গেল, আজ ইডি দফতরে যাবেন না সায়নী ঘোষ। সূত্রের খবর, নিজে না গেলেও মেইল করে ইডি দফতরে নিজের হাজিরা না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে যে নথি তার কাছ থেকে চাওয়া হয়েছিল, সেই নথি তিনি পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। আজ ইডির কাছে মোট ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন নেত্রী।
তৃণমূল যুব সভানেত্রী জানিয়েছেন ভোটের প্রচারে পূর্ব বর্ধমানের গলসিতে যাওয়ার কথা তার। তাই পঞ্চায়েতের আগে ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণেই আজ হাজিরা দিতে যেতে পারছেন না তিনি। তবে ফোনে তাকে যোগাযোগ করা যাবে।